গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৭ এপ্রিল:

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জেলার সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার তৌহিদা জনতার উদ্যোগে বিশ^ব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সোমবার দুপুর পোনে ২ টার দিকে সাটুরিয়া বাস ষ্টান্ডে বিক্ষোভ সমাশে অনুষ্ঠিত হয়।

হরগজ মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াহহাবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস ছামাদ, খেলাফত মজলিশ সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের সাটুরিয়া উপজেলা আমীর আবু সাঈদ বিএসসি, নান্দেশ^রী ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, সাটুরিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফিরুজী।

বক্তারা বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে মুসলিম দেশের প্রধানগণ আঙ্গুল চোষছেন। কি কারনে তারা প্রতিবাদ করছে না। কেন নিশ্চুপ আমাদের বুঝে আাসছে না। বাংলাদেশ সরকারকে গাজাবাসীর পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।

বিক্ষোভ সমাবেশ শেষে র‌্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সাটুরিয়া বাস ষ্টান্ডে আসেন। পরে গাজাবাসীদের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি সমাপ্ত ঘোষনা করেন।

  • রিলেটেড খবর

    ইসলামকে বিজয়ী করতে সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে

    ডেস্ক নিউজ: ৫ এপ্রিল ২০২৫ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির…

    বিস্তারিত পড়ুন

    স্বাধীনতা পদক পেলেন কবি আল-মাহমুদ

    আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক,…

    বিস্তারিত পড়ুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *