
ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধের কারনে সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় বিকাল ৫ টা থেকে যান চলাচল শুরু হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
এর আগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে গোলড়া – নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবরোধ করে রাখে।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ এ মহাসড়কে টানা সাড়ে ৫ ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় এখনও কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেন এবং পরে অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের একটি শতবর্ষী সড়ক স্থানীয় দুটি শিল্পপ্রতিষ্ঠান তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ব্লক করে দেয়, ফলে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
অবরোধকারীদের দাবি,আওয়ামী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মেনেজ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোম্পানি দুটি রাতারাতি ওই সড়কে পাকা দেয়াল তুলে দেয়। ফলে গ্রামবাসী তাদের ন্যায্য পথচলার অধিকার হারিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রশাসনের আশ্বাসের কারনে আজকের মত অবরোধ বিকাল ৫ টায় উঠিয়ে আনা হয়েছে। তবে দাবী না মানলে আবারো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাটুরিয়া থানার অফিসার ইনজার্চ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীরা সকাল সাড়ে ১১ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া – নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছিল। যার ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে প্রশাসন, কোম্পানি কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের মধ্যে কয়েক দফায় আলোচনার পর বিকাল ৫ টার দিকে অবরোধ তোলে নেন। ফলে সাড়ে ৫ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।