
আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।
প্রথমেই কবি আল মাহমুদ সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় যে, সমকালীন বাংলা সাহিত্যাকাশে তার সমতুল্য মেলা ভার। বিগত কয়েক দশক বাংলা কবিতা যার হাত ধরে আজ চরম উৎকৃষ্ট ও উন্নত শিকড়ে অবস্থান করছে তিনি কবি আল মাহমুদ। বাংলা কবিতাকে নতুনরূপে নতুনভাবে নতুন আঙ্গিকে চিত্রকল্পের রঙে রাঙিয়ে নতুন ধারায় আধুনিকতার পরশে নির্মাণ করেছেন কবিদের কবি কবিতার নাবিক শব্দশ্রমিক আমাদের প্রিয় কবি আল মাহমুদ।
এবার স্বাধীনতা পুরস্কার পেলেন বাংলার কিংবদন্তি এই কবি, আজ মঙ্গলবার ২৫ শে মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস এ পুরস্কার প্রদান করেন।