আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা, নেই সাকিব-লিটন

আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না সাকিব আল হাসান। এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। নেই লিটন দাসও, চোটের কারণে ছিটকে গেছেন এই ব্যাটার। অভিজ্ঞ এই দুই ক্রিকেটার ছাড়াই আরব আমিরাতে যাবে টাইগাররা।

আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়বে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে আছে একাধিক চমক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়ছে না বিসিবি। শান্তকে অধিনায়ক রেখেই ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দল।

এদিকে ভারত বিশ্বকাপের পর আবারো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। তার সাথে আসছেন নাহিদ রানা। প্রথমবারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ডাক পেয়েছেন এই পেসার।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ৯ নভেম্বর দ্বিতীয় আর একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

  • রিলেটেড খবর

    প্রতি শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা, সপ্তাহে দেয়া হবে ২০০ পরিবারকে

    জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শনিবার…

    বিস্তারিত পড়ুন

    আমাদের কাজ হচ্ছে স্বচ্ছ ও জোরালো উপায়ে সত্য বলা : প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে পুনরায় প্রার্থী হওয়া…

    বিস্তারিত পড়ুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *