দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ

গ্রেফতারকৃতরা হলো- ১।মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার (২২), ০২। মোঃ জাহিদুল ভুঁইয়া শাওন (২৭), ৩। মোঃ সাব্বির সরকার (১৮), ৪। মোঃ আশিক (২২) ও ৫। মোঃ সোহান মিয়া (১৯)।

৩১ জানুয়ারি ২০২৫খ্রি. পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর ৩১ জানুয়ারি ২০২৫খ্রি. পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলায় জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান এবং এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২নং আসামি মোঃ জাহিদুল ভুঁইয়া শাওনসহ মোঃ সাব্বির সরকার, মোঃ আশিক ও সোহান মিয়াকে গ্রেফতার করে ডিবি ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা ভিকটিম মিনহাজকে পূর্ব শক্রতার জের ধরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উল্লেখ্য, উক্ত ঘটনায় আরো দুইজন আসামিকে ইতোমধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • রিলেটেড খবর

    গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৭ এপ্রিল: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জেলার সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত…

    বিস্তারিত পড়ুন

    ইসলামকে বিজয়ী করতে সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে

    ডেস্ক নিউজ: ৫ এপ্রিল ২০২৫ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির…

    বিস্তারিত পড়ুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *