
দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে হাসপাতালে ২২ মিনিট ধরে সিপিআর দেয়া হয়েছে। তাতেও কাজ না হলে তিন-তিনবার ডিসি শক দেয়া হয়। এরপর হার্ট সচল হয়েছে তামিম ইকবালের। তাকে হাসপাতালে নেয়ার পর থেকে সারা দেশ জুড়ে চলছে প্রার্থনা। অবশেষ তার হার্টে রিং পরানো হয়। দুপুরে জানা যায় কিছুটা শঙ্কামুক্ত। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই বলা যাবে না সঠিকভাবে। গতকাল বিকেএসপি-৩ মাঠে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ শুরু হয় ৯ টায়। টসও করেন তামিম এরপর অসুস্থ বোধ করেন। এরপর পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে মেডিকেল চেকআপ করাতে যান। চিকিৎসকরা মেডিকেল চেকআপ শেষ করলে তিনি কিছুটা বেটার ফিল করলে আবার বিকেএসপিতে ফিরে যান। পরবর্তীতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা বলছেন তিনি হার্টঅ্যাটাক করেছেন। সেই সময় বিকেএসপিতে তার জন্য হেলিকপ্টার আনা হয়েছিল। কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, তাকে আর ঢাকা আনা সম্ভব হয়নি। সবশেষ দেশের এই সাবেক অধিনায়ককে নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।